এজন্য একটি নীতিমালাও প্রণয়ন করেছিল। কিন্তু এই নীতিমালার বেশ কিছু বিষয় নিয়ে আপত্তি জানায় শিক্ষার্থীরা।
পরে শিক্ষার্থীদের দাবির মুখে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তাদের পূর্বঘোষিত টার্ম ফাইনাল পরীক্ষা ১০ দিন পিছিয়েছে। মঙ্গলবার (৩ আগস্ট) একাডেমিক কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।
এ ব্যাপারে বুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক ড. মো. মিজানুর রহমান বলেন: "শিক্ষার্থীরা টার্ম ফাইনাল পরীক্ষা নিয়ে আমাদের কাছে একটি লিখিত দিয়েছিল। লিখিত আকারে যে দাবিগুলো করা হয়েছিল আমরা সেগুলো মেনে নিয়েছি। তাদের দাবি অনুযায়ী পরীক্ষা ১০ দিন পেছানো হয়েছে।অনলাইনেই পরীক্ষা নেওয়া হবে।"
তিনি আরও বলেন, আমরা পরীক্ষার সময় আড়াইঘন্টা করেছি। উত্তরপত্র আপলোডের সময় ১৫ মিনিটের জায়গায় ৩০ মিনিট করা হয়েছে। পরীক্ষা চলাকালীন কেউ করোনায় আক্রান্ত হলে তাদের পরে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া পরীক্ষা চলাকালীন কেউ কিছু সময়ের জন্য ডিভাউসের সামনে উপস্থিত না থাকলে তার কোনো নম্বর কাটা হবে না। তবে এটির জন্য তার কাছে ব্যাখ্যা চাওয়া হবে।