Type Here to Get Search Results !

ঢাবি অধিভুক্ত সাত কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে

0
- নিজস্ব প্রতিবেদক 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন গ্রহণের সময় আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ আগস্ট) এ ব্যাপারে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাবি কর্তৃপক্ষ।

উক্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে, 'সাত কলেজে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন গ্রহণের সময় আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ইতোপূর্বে ভর্তির আবেদন গ্রহণের শেষ তারিখ ছিল ২০ আগস্ট ২০২১ পর্যন্ত।'

পাশাপাশি, 'সাত কলেজের স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির স্থগিত পরীক্ষাসমূহ আগামী ১ সেপ্টেম্বর ২০২১ থেকে শুরু হবে। শিক্ষার্থীদের সশরীরে কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশ নিতে হবে।'

এছাড়াও জানা গেছে, সাত কলেজের বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা ২ অক্টোবর ২০২১ (শনিবার) সকাল ১০টা থেকে ১১ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ১ অক্টোবর ২০২১ (শুক্রবার) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৮ অক্টোবর ২০২১ (শুক্রবার) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত কলা ও সামাজিক বিজ্ঞান বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তির অনলাইন আবেদন আগামী ১০ জুলাই থেকে শুরু হয়।
 ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজে ভর্তির আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে। অনলাইনে আবেদনের জন্য ৭ কলেজের ভর্তি বিষয়ক ওয়েবসাইট:


এ প্রবেশে করতে হবে এবং ভর্তির জন্য প্রয়োজনীয় তথ্য এন্ট্রি দিতে হবে।

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর ২০২১ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) ও সাত কলেজের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন, সাত কলেজের অধ্যক্ষবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সাত কলেজগুলো হলো: ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ।

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad